ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

কূটনীতিকদের সঙ্গে খালেদার ইফতার

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২৯ মে ২০১৭ , ০৯:৪৮ পিএম


loading/img

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিজ্ঞাপন

সোমবার গুলশানের হোটেল ওয়েস্টিনে খালেদা জিয়ার ইফতার মাহফিলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও ভারতসহ ৪০টি দেশের কূটনীতিকরা অংশ নেন।

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে খালেদা জিয়া কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বিজ্ঞাপন

ইফতারের আগে দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ  মোনাজাত হয়।

খালেদা জিয়ার সঙ্গে একই টেবিলে ইফতার করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বানির্কাট, ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক, ভ্যাটিকেনের রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোচেরী, চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াং, কুয়েতের রাষ্ট্রদূত আবদেল মোহাম্মদ এ এইচ হায়াত, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন, পাকিস্তানের হাইকমিশনার রফিউজ্জামান সিদ্দিকী, তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওসতুর্ক, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান।

এছাড়াও ইফতারে শ্রীলঙ্কা, লিবিয়া, ইরান, ইরাক, সৌদি আরব, জার্মানি, কোরিয়াসহ অন্যান্য দেশের কূটনীতিকরা  অংশ নেন।

বিজ্ঞাপন

ইফতারে কূটনীতিকরা ছাড়াও দেশের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজউদ্দিন আহমদ, অধ্যাপক মাহবুবউল্লাহ, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক শাহিদুজ্জামান, ব্যারিস্টার শাহদীন মালিক, অধ্যাপক বোরহানউদ্দিনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |